• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন

পুলিশি বাধায় পন্ড গণতান্ত্রিক বাম ঐক্যের অসহযোগ আন্দোলন


প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৩, ২:১৯ PM / ৫৪
পুলিশি বাধায় পন্ড গণতান্ত্রিক বাম ঐক্যের অসহযোগ আন্দোলন

স্টাফ রিপোর্টার, ঢাকা : আজ মঙ্গলবার(২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ শুরু করলে পুলিশের বাধার মুখে কর্মসূচি পন্ড হয়ে যায়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ও স্যোসাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)’র আহবায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খান।

সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে গণতান্ত্রিক বাম ঐক্য নেতৃবৃন্দ বলেন- জুলুম, নির্যাতন, মামলা, হামলা করে আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। তাদের সময় ফুরিয়ে এসেছে। প্রতিহিংসামূলক ভাবে প্রশাসন ও নিজেদের দলীয় পেটোয়া বাহিনী দিয়ে দেশে সংঘাতময় নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে তারা এক তরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চায়। তাদের এই আকাক্সক্ষা জনগণ পূরণ হতে দেবে না।

নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিরোধী সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।