• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন

পুলওয়ামার হামলার পর ভারতীয় বিমানবাহিনীর মহড়া শুরু


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০১৯, ১২:২১ AM / ২৯
পুলওয়ামার হামলার পর ভারতীয় বিমানবাহিনীর মহড়া শুরু

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ৪৮ ঘণ্টাই কাটেনি পুলওয়ামার সন্ত্রাসী হামলার। কিন্তু পাল্টা জবাব দিতে এরই মধ্যে জোরদার মহড়ায় নেমে গেছে ভারতীয় বিমানবাহিনী। পোখরাণে বিমানবাহিনীর সেই মহড়ায় অংশ নিয়েছে ১৩৮টি যুদ্ধবিমান।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, এই মহড়াতেই দেশটির বিশেষজ্ঞরা যুদ্ধাভ্যাস দেখছেন।

একের পর এক বোমা ছুঁড়ে ফেলা হচ্ছে উঁচু থেকে পোখরাণের মাটিতে। ব্যবহার করা হয়েছে মিগ, তেজস্ব, সুখোই যুদ্ধ বিমান। এর মধ্যে মিগ- ২১, ২৭, ২৯ ছাড়াও জাগুয়ার, সুখোই, তেজস রয়েছে।

মহড়াটির নাম দেওয়া হয়েছে বায়ু শক্তি ২০১৯৷ সেখানে উপস্থিত আছেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াতও।

পুলওয়ামার ঘটনার পরই সেনার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, এই হামলার যোগ্য জবাব দেয়া হবে। এই মহড়া তারই প্রস্তুতি বলে মত অনেকের।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১২:২৫এএম/১৭/২/২০১৯ইং)