• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

পুরনোকে ভুলে নতুনকে গ্রহণ করার ‘২০১৯’


প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০১৯, ১২:৫৪ AM / ৫২
পুরনোকে ভুলে নতুনকে গ্রহণ করার ‘২০১৯’

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ২০১৮ সালের শেষ দিকে (৩০ ডিসেম্বর) ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই আমেজ ধারণ করে নতুন বছরের প্রত্যাশার কথা বলতে গিয়ে রাজনীতি ও নির্বাচনকে ঘিরেই উত্তর দেন সমাজ বিশ্লেষকরা। তারা বলছেন, সরকারকে এবার দুর্নীতি, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতামুক্ত সহনশীল বাংলাদেশ গড়ায় মনোযোগী হতে হবে। উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি মানবাধিকার উন্নয়নের সূচক নিয়েও কাজ করার অঙ্গীকারের প্রতি গুরুত্ব দেন সংশ্লিষ্টরা।

থার্টিফাস্ট নাইটে আরেকটি নতুন বছর মানে নতুন করে শুরুর সম্ভাবনা। সেই সম্ভাবনাকে অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে যেন এসেছে ২০১৯। নববর্ষ মানে নতুন স্বপ্ন বোনা। বিদায়ী বছরের শেষ দিনের রাত জিরো আওয়ারে সারাবিশ্বের মতো বাংলাদেশেও সব প্রান্তের মানুষ নানা আয়োজনে ও উৎসবের আমেজে বরণ করছে ইংরেজি নতুন বছর ২০১৯ সালকে। পুরনোকে বিদায় আর নতুনকে স্বাগত জানাতে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানেই আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান।

থার্টিফাস্ট নাইট উপলক্ষে রাজধানীতে নিরাপত্তায় র‌্যাব যথাযথ ব্যবস্থা নিয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:৫৬এএম/১/১/২০১৯ইং)