• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

‘পুঁজিবাজারে পুরনো খেলোয়াড়রা খেলছে, এটা ভিত্তিহীন’


প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০১৭, ৫:৫৬ PM / ৩৩
‘পুঁজিবাজারে পুরনো খেলোয়াড়রা খেলছে, এটা ভিত্তিহীন’

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : পুঁজিবাজারের সাম্প্রতিক সময়ের উত্থানে আবারো পুরাতন খেলোয়াড়রা খেলছে, এটা ভিত্তিহীন বলে দাবি করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক রকিবুর রহমান। একটি পত্রিকায় প্রকাশিত সংবাদে ইব্রাহিম খালেদের এমন মন্তব্যের বিপরীতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পুঁজিবাজারে সূচক ও লেনদেন যেভাবে বৃদ্ধি পেয়েছে বা পাচ্ছে তাতে ভয়ের কোনো কারণ নেই। তবে মনে রাখতে হবে, পুঁজিবাজারে বিনিয়োগ সবসময় ঝুঁকিপূর্ণ। তাই কোম্পানি সম্পর্কে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। বৃহস্পতিবার ডিএসইতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিনিয়োগকারীদের আশ্বস্ত করে এ আহ্বান জানান।

রকিবুর রহমান বলেন, বিগত ৫ বছর দেশের অর্থনীতি যে পরিমাণে এগিয়েছে, পুঁজিবাজার সেই গতিতে নিচের দিকে নেমেছে। কিন্তু এই সময়ে পুঁজিবাজারের উন্নয়নে ব্যাপক সংস্কার হয়েছে। যার ফলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরেছে; বৃদ্ধি পাচ্ছে সূচক ও লেনদেন।

তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ সবসময় ঝুঁকিপূর্ণ। তাই বাজারে বিনিয়োগের আগে কোম্পানির মৌলভিত্তি দেখেই বিনিয়োগ করতে হবে। ধার-দেনা করে, বোনের গয়না বেচে, বাড়ির গরু বেচে বিনিয়োগের দরকার নেই। খরচের অতিরিক্ত টাকা পুঁজিবাজারে বিনিয়োগের পরামর্শ দেন তিনি।

এক প্রশ্নের জবাবে ডিএসই পরিচালক বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে মনে করছে, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পুঁজিবাজার বড় অবদান রাখতে পারে। যার ফলে বাজারের প্রতি তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। সূচক ও লেনদেন বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, প্রতিদিনই বিনিয়োগকারীরা শেয়ার হাত-বদল করছেন। যার ফলে বাজারের লেনদেন ও সূচক উভয়ই বৃদ্ধি পাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ডিএসইর চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, স্বতন্ত্র পরিচালক রুহুল আমিন প্রমুখ।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান জানান, পুঁজিবাজার গতিশীল হয়েছে ও বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে। একইসঙ্গে দেশি ও বিদেশি নতুন নতুন বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ছে বলে জানান।

মাজেদুর রহমান জানান, পুঁজিবাজারে স্থিতিশীলতার জন্য বিনিয়োগকারীদের সচেতনতার কোনো বিকল্প নেই। এই সচেতনতা বাজারের উন্নয়নের পূর্বশর্ত। এক্ষেত্রে কোনো কোম্পানিতে বিনিয়োগের আগে ওই প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় (ইপিএস), শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস), মূল্য-আয় অনুপাত (পিই) ও উদ্যোক্তাদের সম্পর্কে খোঁজ নেওয়া দরকার।

পুঁজিবাজার উন্নয়নে বহুজাতিক ও সরকারি কোম্পানি তালিকাভুক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান মাজেদুর রহমান। আর আগামী সপ্তাহে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কমপ্লায়েন্স অফিসারদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি করা হবে। যেখানে বিভিন্ন নিয়ম-কানুন সর্ম্পকে অবহিত করা হবে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৫:৫২পিএম/১৯/১/২০১৭ইং)