• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন

পিরোজপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এমপি খোকাকে সংবর্ধনা


প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০১৯, ১১:০৩ PM / ৪০
পিরোজপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এমপি খোকাকে সংবর্ধনা

সোনারগাঁও থেকে সাইফুল খান : একাদশ জাতীয় নির্বাচনে ২য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সোনারগাঁও জনপ্রতিনিধি ঐক্য ফোরাম ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর সার্বিক তত্ত্বাবধানে জনাব লিয়াকত হোসেন খোকাকে সংবর্ধনা দেয়া হয়।

চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মহিলা সংস্থার সভাপতি ডালিয়া লিয়াকত, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া,সোনারগাঁও উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও পৌরসভার মেয়র মোঃ সাদেকুর রহমান, সোনারগাঁও উপজেলার জাতীয় পার্টির সভাপতি আলী হোসেন,শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃইউসুফ দেওয়ান, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ডাঃআব্দুর রউফ, জামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হামীম শিকদার শিপলু,কাচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ ওমর,সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী শাহাবুদ্দীন শাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ ,সুজন, সোনারগাঁও থানা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মাসুম, জাতীয় পার্টির মহিলা নেত্রী মাহমুদা ফেন্সি প্রমুখ।

এসময় লিয়াকত হোসেন খোকা বলেন,আমি নির্বাচনের আগে বলেছিলাম আপনারা দেখেশুনে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন।আপনারা যখন মাছ কিনেন তখন তা নেড়ে চেড়ে দেখে কিনেন মাছ নরম নাকি শক্ত, কাপড় কিনলে কাপড়ের বাইন দেখে কিনেন,জায়গা কিনলে আরএস, সি এস সব কিছু মিল আছে কিনা। তদ্রূপ আমি নির্বাচনের আগে বলেছিলাম আপনারা দেখেশুনে প্রতিনিধি নির্বাচন করুন। আমাকে আপনারা ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে কোথায় কি সমস্যা তা জানাবেন। আমি ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব সমস্যা একত্রে করে পুরো সোনারগাঁও কে একটি পরিকল্পনার মধ্যে আনতে চাই। এই সোনারগাঁয়ে কোন কাচা রাস্তা থাকবে না।শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞ উনি আমাকে সোনারগাঁয়ে মহাজোট থেকে মনোনয়ন দিয়েছেন। সোনারগাঁয়ে মাদকের কোন ছাড় নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হবে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:০৫পিএম/২৬/১/২০১৯ইং)