• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

পিছিয়ে গেল ‘নীল মুকুট’ চলচ্চিত্রের মুক্তি


প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২০, ৯:৩৯ PM / ৩২
পিছিয়ে গেল ‘নীল মুকুট’ চলচ্চিত্রের মুক্তি

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ঘোষণা দেয়া হয়েছিলো আসছে ২৭ মার্চ মুক্তি পাবে কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘নীল মুকুট’। ছবিটিই মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছিলো ‘নীল মুকুট’। ২৭ মার্চ মুক্তির অনুমতিও পেয়েছিলো প্রযোজক-পরিবেশক সমিতির। কিন্তু সাম্প্রতিক করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেই মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কামার।

তাহলে কবে মুক্তি পেতে পারে নীল মুকুট? এর উত্তরে প্রযোজক সারা আফরীন জানিয়েছেন, ‘১২ তারিখ মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিলো নীল মুকুটের টিজার। তার ঠিক পনেরো দিন পর মানে ২৭ মার্চ ছিলো মুক্তি। কিন্তু এখন যেহেতু পুরো ব্যাপারটাই অনিশ্চিত, তাই ঠিক করেছি আর এক সপ্তাহ পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিবো কবে মুক্তি দেওয়া যায়।

যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে হয়তো ৩রা এপ্রিল মুক্তি পাবে নীল মুকুট। কিন্তু এই সবই এখন অনুমান।’

এর আগে ‘নীল মুকুট’র পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তির পর থেকেই ব্যাপক সমাদর পায়। আলোচিত ও নন্দিত এই পোস্টারটি পাওয়া যাচ্ছে প্রচারণা অংশীদার বাতিঘর প্রকাশনীর ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিক্রয়কেন্দ্রে। সেই সাথে পাওয়া যাচ্ছে পোস্টারের স্কিমে বুকমার্ক।

আর ‘নীল মুকুট’ ছবির পরিবেশনার সাথে যুক্ত আছে কোয়াইট অন সেট। এখন পর্যন্ত ছবির বিষয় নিয়ে কোথাও মুখ খোলেননি কামার। এর আগে শুধু জানিয়েছিলেন, প্লেনের ভেতর থেকে একটা কান্না শুনে এই ছবির আইডিয়া তার মাথায় আসে। তাই ‘নীল মুকুট’-কে কামার বলে আসছিলেন তার অপরিকল্পিত ছবি।

বিদেশি কোনো উৎসবে দেখানোর আগে দেশেই মুক্তি দেওয়ার ঘোষণা দিয়ে আগেই চমকে দিয়েছিলেন কান-বার্লিন-লোকার্নোতে অফিসিয়াল নিমন্ত্রণ পাওয়া এই নির্মাতা। এর আগে বলিউড হলিউডেরও অনেক ছবির মুক্তি পিছিয়ে গেছে করোনাতংকে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৩৭পিএম/১৩/৩/২০২০ইং)