• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন

পার্বতীপুরে ৪ হাজার হিন্দু পরিবারের জন্য শ্মশানঘাটের উদ্বোধন


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০১৮, ১১:০১ PM / ৩৫
পার্বতীপুরে ৪ হাজার হিন্দু পরিবারের জন্য শ্মশানঘাটের উদ্বোধন

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে রামচন্দ্রপুর ও পশ্চিম ঢাকুলার দুই গ্রামের প্রায় চার সহস্রাধিক হিন্দুধর্মালম্বীদের মৃতদেহ দাহনের জন্য শ্মশান ঘাটের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ লাশ দাহের বিড়ম্বনা দেখে স্থানীয় যমুনা নদীর পাড়ে রামচন্দ্রপুর গ্রামের পঞ্চানন রায়ের পুত্র বীর মুক্তিযোদ্ধা শ্রী যুক্ত বাবু রেবতী চন্দ্র রায় ১০শতক জমি শ্মশান ঘাটের নামে দান করেন। গতকাল রোববার বেলা ১২টায় উপজেলার হাবড়া ইউনিয়নের রামচন্দ্রপুর ও ঢাকুলা গ্রামের যমুনা নদীর তীরে বেল গাছের চারা রোপন করে এর উদ্বোধন করেন জমিদাতা। এসময় উপস্থিত শ্মশান ঘাট কমিটির সভাপতি শ্রী কমল চন্দ্র রায় (মাস্টার), সাধারণ সম্পাদক শ্রী অমৃত রায়সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এদিকে ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান সরকার আনিছ  বলেন, ইতোমধ্যে এডিপি হতে বরাদ্দ প্রদান করা হয়েছে। এর ফলে দু’ গ্রামের হিন্দু পরিবারের লাশ দাহ করতে কোন সমস্যা হবে না বলে মনে করছেন ভুক্তভোগীরা। এতে এলাকার পরিবারদের মধ্যে আনন্দের ঢল নেমেছে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:০০পিএম/৭.১০.২০১৮ইং)