• ঢাকা
  • শুক্রবার, ৩১ মে ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন

পাক বিমানবন্দর থেকে কারাগারে নওয়াজ শরীফ ও মেয়ে মরিয়ম


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০১৮, ১১:২০ PM / ২৪
পাক বিমানবন্দর থেকে কারাগারে নওয়াজ শরীফ ও মেয়ে মরিয়ম

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজকে। স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে তাদের বহনকারী বিমানটি আবুধাবি থেকে লাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। সেখান থেকেই তাদেরকে গ্রেফতার করা হয়। খবর: দ্য ডন।

গত শুক্রবার এভেনফিল্ডের দুর্নীতি সাথে জড়িত থাকার অভিযোগে নওয়াজ ও তার মরিয়মকে দোষী সাব্যস্ত করেন আদালত। নওয়াজকে ১০ বছর এবং মরিয়মকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের জন্য বাবা নওয়াজ শরীফের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তাকে বাঁচাতে এটিকে ‘ষড়যন্ত্র’ বলে অবহিত করায় দোষী সাব্যস্ত করা হয় মেয়ে মরিয়মকেও।

আদালতের দণ্ডাদেশ থাকা সত্বেও নওয়াজ ও মরিয়ম ঘোষণা দেন যে, তারা দেশে ফিরবেন এবং আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

কিন্তু দেশে নামার আগেই ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরো (এনএবি) এবং পাঞ্জাব প্রদেশ সরকার বাবা-মেয়েকে কারাগারে নেয়ার সকল ব্যবস্থা করে রাখে। এজন্য হেলিকপ্টারও প্রস্তুত করে রাখা হয়। বিমানবন্দরে নামার সাথে সাথেই তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:১৫পিএম/১৩/৭/২০১৮ইং)