• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন

পাকিস্তানে নির্বাচনী সমাবেশে বিস্ফোরণ : প্রার্থীসহ নিহত ৯০


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০১৮, ১০:৩১ PM / ৮৯
পাকিস্তানে নির্বাচনী সমাবেশে বিস্ফোরণ : প্রার্থীসহ নিহত ৯০

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে একটি নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় প্রার্থীসহ এখন পর্যন্ত ৯০ জনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। বছরখানেকের মধ্যে শুক্রবার পাকিস্তানে সবচেয়ে ভয়াবহ বোমা হামলার এ ঘটনা ঘটল। দেশটিতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গত এক সপ্তাহে তিনটি বোমা হামলা চালানো হয়েছে।

বালুচিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্যমন্ত্রী ফাইজ কাকার বলেন, মৃতের সংখ্যা বেড়ে ৯০ পৌঁছেছে এবং আহত হয়েছে ১২০ জন।

পুলিশ জানিয়েছে, ওই সমাবেশে প্রায় এক হাজার মানুষের সমাগম ঘটেছিল।

শুক্রবার স্থানীয় সময় বিকালে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের ডন পত্রিকা।

বালুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি)-এর নেতা নওয়াবজাদা সিরাজ রাইসানি মাস্টুং জেলায় জনসমাবেশ করার সময় ওই বোমা হামলা চালানো হয় বলে জানান স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা।

সিরাজের নির্বাচনী প্রাচরণার জন্য আয়োজিত একটি ছোট সভায় ওই বোমা বিস্ফোরণ ঘটে। সিরাজ বালুচিস্তানের চিফ মিনিস্টার নওয়াব আসলাম রাইসানির ছোট ভাই।

আহতদের মাস্টুংয়ের হাসপাতালে নেয়া হয়েছে। আহত সিরাজকে কোয়েটায় স্থানান্তরের সময় তিনি মারা যান।

বালুচিস্তানে পিএমএল-এনের নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই বছরের মার্চে বিএপি গঠন করা হয়।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৩০পিএম/১৩/৭/২০১৮ইং)