• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন

পাকিস্তানের হোটেলে বন্দুকধারীর হামলা!


প্রকাশের সময় : মে ১১, ২০১৯, ১০:১৮ PM / ৩০
পাকিস্তানের হোটেলে বন্দুকধারীর হামলা!

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বন্দরশহর গদরের একটি হোটেলে শনিবার বন্দুকধারীরা হামলা চালিয়েছে।

বন্দুকধারীরা সেখানে নিরাপত্তাকর্মীদের সঙ্গে লড়াই করছে এবং হেলিকপ্টার হোটেলটির ওপর চক্কর দিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পাঁচ তারকা হোটেল পার্ল কন্টিনেন্টাল থেকে বেশিরভাগ অতিথিকে সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু, হামলাকারীরা হোটেলের প্রথম তলায় পৌঁছে গেছে।

চীন-পাকিস্তান ইকোনমিক করিডরের অংশ হিসেবে ৬০০০ কোটি ডলার ব্যয়ে বন্দর তৈরি করা হচ্ছে আরব সাগরে অবস্থিত গদরে। কৌশলগত কারণে চীনের সুবিশাল বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ গদরের এই বন্দর।

বালুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ লাঙ্গোভ বলেছেন, হামলা কোনো কয়েকজন হতাহত হয়েছে। কিন্তু, তাৎক্ষণিকভাবে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি।

তবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

বালুচিস্তানে অনেকগুলো ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী, সম্প্রদায় ভিত্তিক ও বিছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন সক্রিয় রয়েছে। এগুলোর মধ্যে পাকিস্তানি তালেবান গ্রুপ বা তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বালুচিস্তান লিবারেশন আর্মিও রয়েছেন বলে জানায় রয়টার্স।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:২০পিএম/১১/৫/২০১৯ইং)