• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

পপ সম্রাট আজম খানের জন্ম


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০১৭, ১১:১৩ AM / ৫১
পপ সম্রাট আজম খানের জন্ম

 

ঢাকারিনউজ২৪.কম, ঢাকা : আজ ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, মঙ্গলবার। ১৬ ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
-১৭০৮ নিউইয়র্কে ক্রীতদাসদের বিদ্রোহে ১১ জন নিহত।
-১৯২২ মিশর স্বাধীনতা লাভ করে।
-১৯৭৪ বাংলাদেশে ১ম আদমশুমারীর কাজ সম্পন্ন।

জন্ম
-১৯৫০ আজম খান, জনপ্রিয় বাংলাদেশি গায়ক।
আজম খান দেশের জনপ্রিয় গায়ক। তার পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান। তাকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সংগীতের একজন অগ্রপথিক বা গুরু হিসেবে গণ্য করা হয়। আজম খানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, বাংলাদেশ (রেল লাইনের ঐ বস্তিতে), ওরে সালেকা, ওরে মালেকা, আলাল ও দুলাল, অনামিকা, অভিমানী, আসি আসি বলে ইত্যাদি। সর্বোপরি তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ঢাকায় সংঘটিত কয়েকটি গেরিলা অভিযানে তিনি অংশ নেন। প্রথম কনসার্ট প্রদর্শিত হয় বাংলাদেশ টেলিভিশনে ১৯৭২ সালে।

মৃত্যু
-১৯১৬ মার্কিন কথাসাহিত্যিক হেনরি জেমস।
-১৯৭০ সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:১২এএম/২৮/২/২০১৭ইং)