• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০১:০৭ অপরাহ্ন

পত্নীতলায় বিজিবি’র অভিযানে ৬২বোতল ফেন্সিডিল জব্দ


প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০১৯, ৬:৫১ PM / ২৪
পত্নীতলায় বিজিবি’র অভিযানে ৬২বোতল ফেন্সিডিল জব্দ

সাপাহার( নওগাঁ)সংবাদদাতা : নওগাঁর পত্নীতলায় হাটসুল বিওপি’র নোয়াপাড়া এলাকা থেকে ৬২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা।

জানা গেছে, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীনস্থ হাটসুল বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মো.আব্দুল মালেক এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৫২/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৬২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক জাহিদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের বোতলগুলো ফেলে রেখে মাদকদ্রব্য বহনকারীরা পালিয়ে যায়। উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে টহলদল আটক বা সনাক্ত করতে পারেনি।তিনি আরো জানান, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৬:৫০পিএম/২৬/৪/২০১৯ইং)