• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

পত্নীতলায় প্রাক্তন শিক্ষার্থীদের পরিছন্নতা অভিযান, বৃক্ষরোপন ও স্মারকলিপি প্রদান


প্রকাশের সময় : জুন ১০, ২০১৯, ৯:২৪ PM / ২২
পত্নীতলায় প্রাক্তন শিক্ষার্থীদের পরিছন্নতা অভিযান, বৃক্ষরোপন ও স্মারকলিপি প্রদান

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ : নওগাঁর পত্নীতলায় উপজেলা সদর নজিপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৭ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ রোপন ও পৌর মেয়র নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ও বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপন শেষে নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুুরী নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে নজিপুর পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা জন্য পৌরসভার প্রতিটি বাড়ি থেকে প্রত্যহ ভ্যান গাড়ির মাধ্যমে ময়লা সংগ্রহ করা, সংগৃিহত ময়লা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে অপরসারণ করা ও নাগরিকদের যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত রাখার জন্য উপযুক্ত কর্মসূিচ প্রণয়নের দাবি জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ইফতেখাইরুল হক, আসিফ মোত্তাকিন, রাইসুল ইসলাম, আমির হামজা, ফাহিম রেজা, বদিউজ্জামান বিলাশ প্রমুখ।

ছবি: নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৭ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ রোপন ও পৌর মেয়র নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:২৫পিএম/১০/৬/২০১৯ইং)