• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

পত্নীতলায় দৃষ্টিনন্দিত ফতেপুর আবেদিয়া জামে মসজিদ


প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২১, ৭:৫২ PM / ৬৫
পত্নীতলায় দৃষ্টিনন্দিত ফতেপুর আবেদিয়া জামে মসজিদ

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নে ফতেপুর গ্রামে এক কোটি টাকা ব্যয়ে মসজিদের নিজস্ব অর্থায়নে আবেদিয়া জামে মসজিদ নির্মাণ করা হয়েছে। সম্প্রতি ফতেপুর গ্রামে আবেদ আলী মন্ডল ওয়াকফ এস্টেট এর এক কোটি টাকা ব্যয়ে পুর্ননির্মাণ কাজ শেষ হয়।

জানা যায়, মসজিদটি স্থাপিত হয় ১৯৩৬ সালে। নতুন মসজিদ পুর্ননির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালে। বর্তমানে এলাকার মধ্যে দৃষ্টিনন্দিত মসজিদটির নিজস্ব প্রায় ৩০০ বিঘা জমি রয়েছে। নব নির্মিত মসজিদের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ৪৭- নওগাঁ-২ (ধামুইরহাট-পতœীতলা) আসনের সংসদ সদস্য মোঃ শহীদুজ্জামান সরকার। এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পতœীতলা ইউএনও মোঃ লিটন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ফতেপুর জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্জ হাফেজ মাওঃ মোঃ গোলাম মোস্তফা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান মিলন, ইসলামিক চিন্তাবিদ মাওলানা মাজেদ আলী, আবু বক্কর সিদ্দিক, মেনেজিং ডিরেক্টর সিরামিক গ্রুফ এর প্রফেসর মোতালেব হোসেন, মওলানা নবির উদ্দিন, নুর আলম মাস্টার, ডাক্তার সালাউদ্দিন, উমর আলী, সমাজ সেবক হারুন রশীদ, রাসেদ আহমেদ, রাকিবুল ইসলাম, মাসুদ রানা, মাহবুল হোসেন প্রমূখ।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৭:৫০পিএম/৫.৪.২০২১ইং)