• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

নৌকায় হিন্দুদের শতভাগ ভোট চাইলেন শেখ তন্ময়


প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০১৮, ১০:১৯ PM / ৪৪
নৌকায় হিন্দুদের শতভাগ ভোট চাইলেন শেখ তন্ময়

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : সনাতন ধর্মাবলম্বীদরে সাথে এক মতবিনিময় সভায় বাগেরহাট-২ আসনে নৌকা প্রতিকের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় হিন্দুদের শতভাগ ভোট চাইলেন। শুক্রবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়মে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে নৌকার প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় বলেন, আমরা চেষ্টা করি আপনারা যাতে শান্তিতে থাকেন। আমরা-আপনারা সবাই মিলে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী বাংলাদেশের পথে এগিয়ে যেতে চাই। সকলকে ঐক্যবদ্ধ ভাবে একচিন্তা এবং একচেতনা নিয়ে এগিয়ে যেতে হবে। এজন্য বাগেরহাট-২ আসনের ৭০ হাজার হিন্দুদের শতভাগ ভোট তিনি নৌকার প্রতিকের পক্ষে দাবি করেন। বাগেরহাট জেলা পূজা উদ্যাপন পরিষদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়ের সাথে সনাতন ধর্মাবলম্বী সুধিজনের ওই মতবিনিময় সভার আয়োজন করে। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বাগেরহাট-২ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিবু প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক মিলন কুমার ব্যানার্জী, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার বানু লুসী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অবনীশ চক্রবর্ত্তী সোনা প্রমুখ।

বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

এস.এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র করেসপন্ডেন্ট.বাগেরহাট অফিস:বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শুক্রবার শহরের ডাকবাংলো ঘাটের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করেন। জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, বাগেরহাট প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। এই দিনে দেশের যে সূর্য সন্তানদের হত্যা করা হয়েছিল সেই দোসরদের বিচারের দাবী জানান বাগেরহাটবাসী। এ সময়ে বাগেরহাট ৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন. সদর আসনের এমপি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহপুজ আফজাল, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামানা করে দোয়া ও মোনাজাত করা হয়।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:১৮পিএম/১৪/১২/২০১৮ইং)