• ঢাকা
  • শুক্রবার, ৩১ মে ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন

নীলফামারীতে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মে ১৭, ২০১৭, ১০:৪৯ AM / ১১৫
নীলফামারীতে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

 

ঢাকারনিউজ২৪.কম, নীলফামারী : বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কর্মী সভা মঙ্গলবার রাতে স্থানীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ আপেল।

উপজেলা সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুদ সরকার।

সভা শুরুর আগে নবনির্বাচিত জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নেতারা।

অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হক শাহ আপেল বলেন, সংগঠনকে শক্তিশালী ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ছড়িয়ে দিতে আমরা উদ্যোগ শুরু করেছি।

যা আজকে কিশোরগঞ্জ থেকে শুরু হলো। পর্যায়ক্রমে সব উপজেলায় এটি করা হবে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:৪৫এএম/১৭/৫/২০১৭ইং)