• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

নিহত মিমের পরিবারের পাশে এরশাদ


প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০১৮, ১:০৯ PM / ১০৯
নিহত মিমের পরিবারের পাশে এরশাদ

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জাবালে নূর পরিবহনের বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মিমের বাসায় গিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার(৩ আগস্ট) সকাল ৯টায় তিনি মহাখালীতে মিমের বাসায় যান। এ সময় মিমের পরিবারকে সান্ত্বনা দেন এরশাদ। নেতাদের নিয়ে তিনি সেখানে প্রায় আধা-ঘণ্টা অবস্থান করেন।

এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, ফয়সাল চিশতি, ভাইস চেয়ারম্যান নরুল ইসলাম নুরু প্রমুখ।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

নিহতরা হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানম মিম।

ঘটনার দিন রাতেই দিয়ার বাবা জাহাঙ্গীর ফকির ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয় ওই মামলায়।

দুর্ঘটনার দিন থেকেই শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছেন। এরই মধ্যে তারা ৯ দফা দাবি তুলে ধরেছেন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:৫৩পিএম/৩/৮/২০১৮ইং)