• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০২:০৫ অপরাহ্ন

নিষ্পাপ হাসির শিশুটি


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০১৯, ৯:০২ PM / ৩৩
নিষ্পাপ হাসির শিশুটি

আতাউর রহমান বিপ্লব : নিষ্পাপ হাসি এই শিশুটির। জন্ম থেকেই প্রতিবন্ধী। কথা স্পষ্ট নয়।ওর নাম মনি। কুড়িগ্রাম শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় তার বাড়ী। বাবা রিকশা চালক। প্রতি মুহুর্তে দারিদ্রতার সাথে সংগ্রাম করতে হয় তাকে এবং তার পরিবারকে। শহরে ভিক্ষে করে বেড়ায়। মানুষের আদর আর দুব্যবহার প্রতিটিই খেয়াল করে মনি। একটু আদর পেলেই দারুন খুশী। কোন এক দুপুরে ওর সাথে পরিচয় হয় আমার্। দারুন ভালবাসার অনুভুতি আমার প্রতি তার। মাঝে মধ্যেই আমার অফিসে আসে আমার সাথে আকার ইঙ্গিতে নানা কথা বলে। একটু আদর পেলেই দারুন খুশী হয়। দিন যতই যাচ্ছে আমার প্রতি হয়ত মমতা বেড়ে যাচ্ছে ওর। আমার কাছে আসে কিন্তু খালি হাতে নয়। কখনও চকলেট, কখনও বিস্কিট, কখনও জুস নিয়ে আসে। আমাকে খাওয়াতে চায়। না খেলে একা একা কাঁদে। নিজের জন্য কিছু চায় না। ওর ভালবাসায় আমি মুগ্ধ আর অভিভুত। কিছু করিনি আর কিছু দেইওনি ওকে। তার পরও নিখাদ ভালবাসা। ধীরে ধীরে শিশুটি বড় হচ্ছে। বাবা-মায়ের বোঝা হচ্ছে। যাদের প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকতে হয় তার পরও তাদের পরিবারে এমন একটি শিশুকে নিয়ে চলতে হয়।এখনও সরকারের প্রতিবন্ধীর তালিকায় অর্ন্তভুক্ত হয়নি মনির। প্রতিবন্ধী স্কুলে ভর্তি হলেও তেমন কোন পড়াশুনা হয়নি অযত্নে আর অবহেলায়। দেশের নানা সরকারী বেসরকারী প্রতিষ্ঠান আছে যারা এই শিশুদের নিয়ে কাজ করেন। তাদের কাছে আমার অনুরোধ ছোট্ট মনির জীবনটাকে স্বাভাবিক করে তোলার ব্যবস্থা করে দেবার। তাহলে সে এবং তার পরিবার কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে।অকালে ঝরে পড়বে না শিশু মনি।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:০৩পিএম/২১/২/২০১৯ইং)