• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

‘নির্বাচন নিয়ে বিএনপি একেক সময় একেক কথা বলে’


প্রকাশের সময় : মে ৫, ২০১৭, ১০:৩৫ AM / ৬২
‘নির্বাচন নিয়ে বিএনপি একেক সময় একেক কথা বলে’

ঢাকারনিউজ২৪.কম:

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি একেক সময় একেক কথা বলছে। নির্বাচন সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে শেখ হাসিনার নেতৃত্বে হবে। এ নিয়ে বিকল্প কিছু ভাবার সুযোগ নেই।

গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন। দুপুরে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোলমডেল। শেখ হাসিনার উন্নতির ধারায় বিএনপি রাজনীতি হারিয়ে ফেলেছে। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘গত নির্বাচনে না এসে ভুল করেছেন। ভুল শোধরানোর জন্য পেট্রলবোমা দিয়ে সরকারকে হটাবার চেষ্টা করেছেন। এবার ভুল করলে ভুলের দায়ভার আপনাদেরই নিতে হবে। বাংলাদেশের জনগণ অরাজকতার সুযোগ দেবে না। জনগণের ম্যান্ডেট নিতে চান, নির্বাচনে আসুন। জনগণের ম্যান্ডেট নিতে চেষ্টা করুন।’

 

 

 (ঢাকারনিউজ২৪.কম/এনএম ১০.৩৪এএম/০৫//২০১৭ইং)