• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

নির্বাচনে নির্ধারণ হবে আওয়ামীলীগ ক্ষমতায় থাকবে কি থাকবেনা-মির্জা ফখরুল


প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০১৮, ১০:৪৯ PM / ৩৬
নির্বাচনে নির্ধারণ হবে আওয়ামীলীগ ক্ষমতায় থাকবে কি থাকবেনা-মির্জা ফখরুল

 

ফরিদুল ইসলাম(রঞ্জু),ঠাকুরগাঁও : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,এই নির্বাচনে নির্ধারণ হবে আওয়ামীলীগ ক্ষমতায় থাকবে কি থাকবেনা।গত দশ বছরে আমাদের জীবন প্রায় যায় যায় অবস্থা।ব্যক্তিগত ভাবে আমার উপর ৮৬ টা মামলা।যে ঘটনাই ঘটেনি সেটারও মামলা দেয়া হয়ছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দশ মাস ধরে মিথ্যা মামলায় কারাগারে।এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।আমরা স্বাধীন দেশের নাগরিক।আমরা মুক্ত ভাবে কথা বলতে চাই।আমরা সত্যি কারের স্বাধীনতা চাই।
শনবিার রাতে মর্জিা ফখরুল তার নর্বিাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের আউলিয়াপুর ফুটানি বাজারে এক পথ সভায় এসব কথা বলনে।তিনি এসময় আরও বলেন,আওয়ামীলীগ কথা দিয়েছিল ঘরে ঘরে চাকুরী দেবে।সারের দাম কমাব।অথচ আজ চাকুরী পেতে গেলে ১০-১৫ লক্ষ টাকা লাগে। তাও যদি আবার বিএনপির গন্ধ পায় তাহলেতো শেষ।সারের দাম আজ বারোশো টাকা।এসময় তিনি আরও বলেন,ভোট আপনাদের নাগরিক অধিকার, আমরা আপনাদের অধিকার ফিরিয়ে দিতে চাই।আপনার ভোট যাকে খুশি তাকে দেবেন কন্তিু চুরি হতে দেবেন না।এরপর তিনি কচুবাড়িতে এক পথসভায় অংশ নেন।এর আগে মির্জা ফখরুল বিকেল পাঁচটায় ২৯মাইলে এক পথসভায় অংশ নেন।পরে গড়য়ো,শুখানপুকুরী,দেবীপুর,বড়গাঁও এলাকার বভিন্নি জায়গায় নির্বাচনী পথ সভায় অংশ নেন।

ঢাকারনিউজ২৪.কম/কেএস/১০:৫২পিএম/২৩/১২/২০১৮ইং