• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন

নির্বাচনী সহিংসতা : ভেনিজুয়েলায় নারী নিহত


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০১৭, ১০:১৯ AM / ৩৭
নির্বাচনী সহিংসতা : ভেনিজুয়েলায় নারী নিহত

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে রোববার নির্বাচনী সহিংসতায় এক নারী নিহত হয়েছেন।
ভোট দেওয়ার জন্য কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকার সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। ৬১ বছর বয়সী ওই নারী পেশায় নার্স ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল লোক মোটরসাইকেলে এসে ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ মানুষদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় ওই নারী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরো তিনজন।
সরকার নিয়ন্ত্রিত প্যারামিলিটারি সদস্যরা এজন্যে দায়ী বলে অভিযোগ করছে বিরোধী দল।
সংবিধান সংশোধনের প্রশ্নে ভেনিজুয়েলায় বিরোধী দলগুলো একতরফাভাবে রোববার গণভোটের আয়োজন করে।
বিবিসি জানায়, ক্ষমতাসীন দল সংবিধান সংশোধনের জন্য নতুন একটি সংসদ গঠন করতে পারে কি না, সেই ব্যাপারে জনমত যাচাই করাই এই গণভোটের উদ্দেশ্য।
দ্রুত জনপ্রিয়তা হারাতে থাকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরিকল্পনা অনুযায়ী এ মাসের শেষ দিকে একটি জাতীয় সাংবিধানিক পরিষদের জন্য প্রতিনিধি নির্বাচন হবার কথা।
আর সেই উদ্যোগের বিরুদ্ধেই রোববার গণভোট অনুষ্ঠিত হয়, যাতে ভোটারদের সামনে প্রশ্ন রাখা হয়, তারা আসলেই একটি নতুন সংবিধান চান কিনা?
বিরোধী দল অবশ্য বলছে, এটি প্রতীকী নির্বাচন। এর মাধ্যমে সরকারকে আসলেই সংবিধান পরিবর্তনের উদ্যোগ নিতে দেয়া যায় কিনা, জনগণের মতামতের ভিত্তিতে তা যাচাই করে দেখা হবে। যদিও সরকার এই উদ্যোগকে স্বীকৃতি দিচ্ছে না।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:১৯এএম/১৭/৭/২০১৭ইং)