• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

না ফেরার দেশে ‘ওম পুরী’


প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০১৭, ১২:১৩ PM / ৪০
না ফেরার দেশে ‘ওম পুরী’

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : বলিউডের বিখ্যাত অভিনেতা ওম পুরী আর নেই। আজ শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।ওম পুরীর ঘনিষ্ঠ বন্ধু ও পরিচালক অশোক পণ্ডিত শুক্রবার সকালে টুইটারে সংবাদটি জানান। আশোক লেখেন, সকালে ওম পুরীর গাড়ির চালক বার বার কলিং বেল বাজিয়ে সাড়া না পেয়ে বিষয়টি অন্যদের নজরে আনেন।

তারপরই টুইটারে একের পরে এক বলিউড অভিনেতা, পরিচালকদের প্রতিক্রিয়া আসতে শুরু করে। করণ জোহর, রিতেশ দেখমুখ, অনুপম খের, নেহা ধুপিয়াসহ অনেকেই শোক জানান।

ওমপুরী ১৯৫০ সালের ১৮ অক্টোবর ভারতের হরিয়ানায় জন্মগ্রহণ করেন। তাকে বলিউডের মূলধারার সিনেমার পাশাপাশি স্বাধীন ধারার সিনেমায়ও দেখা গেছে। এ ছাড়া অভিনয় করেছেন ব্রিটিশ, পাকিস্তানি ও হলিউড সিনেমায়। তিনি ভারত সরকারের চতুর্থ বেসরকারি সম্মাননা পদ্মশ্রী পুরস্কার ও দুইবার জাতীয় পুরস্কারে ভূষিত হন।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:০৫পিএম/৬/১/২০১৭ইং)