• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

নারী ইউএনও যোগদানের পর বাগাতিপাড়া প্রশাসনে বেড়েছে গতিশীলতা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০১৮, ৬:০৮ PM / ৩১
নারী ইউএনও যোগদানের পর বাগাতিপাড়া প্রশাসনে বেড়েছে গতিশীলতা

মো. ফজলে রাব্বি, বাগাতিপাড়া নাটোর : ৭১সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের পর বাগাতিপাড়া উপজেলায় ২২তম একজন সফল নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করেন। এরপর উনার নেতৃত্বে প্রশাসনকে দালাল মুক্ত করে সেবা নিতে আসা লোকজনের সাথে কথা বলার সুযোগ সৃষ্ট করেন। যার ফল সরুপ বাগাতিপাড়া উপজেলা এগিয়ে যাচ্ছে প্রায় দেড় লক্ষ  নাগরিক। প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে প্রতিটি ক্ষেত্রে।

প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভিশন ২০২১ এর ধারাবাহিকতা রক্ষায়, উপজেলা প্রশাসনে উপজেলা নির্বাহী অফিসারের প্রধান কাজ হলো উপজেলায় অবস্থিত সকল বিভাগের কাজকর্মের সমন্বয় সাধন। মাদকমুক্ত, যৌতুক-বাল্যবিবাহ রোধ ও জঙ্গিমুক্ত সামাজিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ কাজের ভার তাদের উপর। এছাড়াও একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি উপজেলার সকল দায়িত্ব তদারকি করে থাকেন। পাশাপাশি জেলার সঙ্গে সমন্বয় করে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। সাধারণ প্রশাসন, রাজস্ব প্রশাসন, ফৌজদারি প্রশাসন ও উন্নয়ন প্রশাসন বিষয়ে দায়িত্ব পালনের ভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর ওপর।
তাছাড়াও অন্যান্য দায়িত্ব হলো আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উন্নয়নমূলক কর্মকান্ড তদারকি করা, সরকারের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন, সরকারের উন্নয়নমূলক কাজ তদারকি ও বাস্তবায়ন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন। ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন, আশ্রয়ণ প্রকল্প, আদর্শ গ্রাম, আবাসন প্রকল্প গ্রহণ ও তাদের বাস্তবায়ন, অসহায় মানুষদের বিভিন্ন আশ্রয়নে সংস্থানকরণ, আবাসনবাসীদের ঋণ প্রদান ও তাদের স্বাবলম্বী করা, উপজাতিদের ঋণ প্রদান, তাদের স্বাবলম্বী করা, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা পরিদর্শন ও তাদের শিক্ষার মান উন্নয়ন করা, স্থানীয় জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা, ইউনিয়ন পরিষদে ট্যাক্স আদায়ের জন্য বিভিন্ন পরিকল্পনা করা ছাড়াও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, দুর্যোগকালীন ত্রাণসামগ্রী বিতরণ ও ভিজিডি, ভিজিএফ, অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন, সরকারের নতুন কর্মসূচি সম্পর্কে জনগণকে জানানো।বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসকল কাজ অত্যন্ত দক্ষতা বিচক্ষণতার সাথে করে যাচ্ছেন। ফলে প্রশাসনে ফিরে এসেছে প্রানচাঞ্চল্য ও গতিশীলতা।
বাগাতিপাড়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে গত বছর সেপ্টেম্বর মাসে যোগ দেন ৩০তম বি,সি,এস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নাসরিন বানু।নাসরিন বানু বাগাতিপাড়ায় যোগদান করার পর প্রতিটি সরকারী দপ্তর সহ জনপ্রতিনিধিদের সমন্বয় সাধন করে একটি স্বচ্চ, গতিশীল ও দূর্নীতি মুক্ত প্রশাসন গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সকল জাতীয় দিবস ও সরকারী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন দক্ষতার সাথে। উপজেলায় নারী জাগরণ সৃষ্টি করতে তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রীদের উদ্বুদ্ধ করছেন। তাঁর অফিসে এসে সাধারণ জনগণের পাশাপাশি নারীরা তাদের সমস্যার কথা অত্যন্ত স্বাচ্ছন্দের সাথে বলতে পারছে। তিনি এসকল সমস্যা দ্রত সমাধান করছেন।বাল্যবিবাহ রোধে ছুটে চলেন গ্রামেগঞ্জে। মেয়েদের ও অভিবাবকদের কাউন্সেলিং করে ইতোমধ্যে কয়েকটি বাল্যবিবাহ রোধ করেছেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শনে তিনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন। সকল জাতীয় দিবসে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে মুক্তি যোদ্ধাদের উপস্থিত রেখে তাঁদের মুখ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনান। এ বছর মহান স্বাধীনতা দিবসে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদেরকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা প্রদান করা হয়।
নাসরিন বানু বাগাতিপাড়া উপজেলায় যোগদানের পর সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করে একটি জনকল্যাণমুখী গতিশীল প্রশাসন হিসেবে বাগাতিপাড়া ফিরে এসেছে প্রানচাঞ্চল্য।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৬:০৪পিএম/১৯/৯/২০১৮ইং)