• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:২১ অপরাহ্ন

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর মহড়া শুরু


প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০১৮, ৭:৩৩ PM / ৪৩
নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর মহড়া শুরু

নারায়নগঞ্জ প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৫টি আসনে আচরণ বিধি পর্যবেক্ষণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির নজরদারী করার লক্ষ্যে মাঠে নেমেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথভাবে মাঠে নামেন। শহরের মূল কেন্দ্রবিন্দু চাষাড়ায় সান্ত্বনা মার্কেটের সামনে জড়ো হয়ে তারা সংবাদ সম্মেলন করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্বাচনে সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে নারায়ণগঞ্জের ৫টি নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করবে।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে, নির্বাচন পূর্ব পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য, পাশাপাশি নির্বাচনী আচারণ বিধিমালা প্রতিপালন নিশ্চিত করার জন্য ১৫ জন ম্যাজিস্ট্রেট জেলার ৫টি নির্বাচনী আসনে দায়িত্ব পালন করছেন। এছাড়া ও পুলিশ সহায়তা করছে। এছাড়াও প্রার্থী, সমর্থকদের উদ্দেশ্যে নির্বাচনী আচারণবিধি পতিপালনের জন্য লিফলেট বিতরণ করবো।

প্রথম দিনে যৌথ বাহিনীর ওই টিম নারায়ণগঞ্জ জেলার সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় মহড়া দিয়েছে।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/এসডিপি/৭:৩২পিএম/২০/১২/২০১৮ইং)