• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ক্ষুদে চিত্রশিল্পী শিমুলের জাপান যাত্রা


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০১৮, ১০:১৪ PM / ৩৮
নারায়ণগঞ্জের ক্ষুদে চিত্রশিল্পী শিমুলের জাপান যাত্রা

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ : ইউনেস্কো আয়োজিত মিতসুবিশি এশিয়ান চিলড্রেনস এনিক্কি ফেস্টা ২০১৭-১৮ উপলক্ষে আন্তর্জাতিক শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় এ বছর বাংলাদেশের একমাত্র শিশু প্রতিনিধি হিসেবে& GRANDPRIX পুরস্কার বিজয়ী নারায়ণগঞ্জ এর উদ্দীপন একাডেমি’র চিত্রাংকন বিভাগের কৃতি শিক্ষার্থী মো. শিমুল পুরস্কার গ্রহণের জন্য মঙ্গলবার রাত ২টায় হযতর শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেয়।পাঁচদিন ব্যাপী জাপানের বিভিন্ন অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করে আগামী ২৯ জুলাই সে দেশে ফিরবে। মাত্র ৮ বছরের এই ক্ষুদে চিত্রশিল্পী মোঃ শিমুল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরের বিশিষ্ট শিল্পপতি সালাউদ্দিন-জহুরা দম্পত্তি’র একমাত্র পুত্র বলে জানা গেছে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:১৫পিএম/২৪/৭/২০১৮ইং)