• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন

নাযাতের ৪র্থ দিবস : সালাতে আরকান আছে মসজীদের আদব আছে


প্রকাশের সময় : মে ২৯, ২০১৯, ১১:৫৩ PM / ৫৪
নাযাতের ৪র্থ দিবস : সালাতে আরকান আছে মসজীদের আদব আছে

এ আর কুতুবে আলম : ২৮ মে (বৃহস্পতিবার) মাহে রমজানের ২৪ রোজা এবং নাযাতের ৪র্থ দিবস। সেহরীর শেষ সময় রাত ৩টা মিনিট ৪০ পর্যন্ত এবং ইফতারীর সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। আজ আলোচনা করবো সালাতের আরকান সম্পর্কে । সালাতের ভেতরে যে সকল ফরজ কাজগুলো রয়েছে তাকেই সালাতের আরকান বলে। সালাতের আরকান ৭ টি ।
১. তাকবিরে তাহরিমা : আল্লাহু আকববর বলে সালাত শুরু করা।
২.কেয়াম : দাঁড়িয়ে সালাত আদায় করা তবে দাঁড়াতে সক্ষম না হলে বসে এবং বসে সক্ষম না হলে শুয়ে সালাত আদায় করা। ৩. কেরাত : কুরআন মাজিদের কিছু অংশ পাঠ করা । ৪. রুকু করা। ৫. সিজদাহ করা ।
৬. শেষ বৈঠকে বসা : যে বৈঠকে তাশাহহুদ , দরুদ,দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে সালাত শেষ করা হয় ,তাকে শেষ বৈঠক বলে।
৭.কোনো কাজের মাধ্যমে সালাত শেষ করা। সাধারত সালামের মাধ্যমে সালাত শেষ করা হয়।
আমরা সালাতের ফরজ কাজগুলো খুব গুরুত্ব ও সতর্কতার সাথে পালন করবো। কারণ ভুলেও কোনো ফরজ কাজ বাদ পড়লে সালাত হয়না। পুনরায় আদায় করতে হয় ।
সালাত আদায়ের উত্তম স্থান মসজীদ আমরা মসজীদ সর্ম্পকে নিন্মে আলোচনা করা হলো ঃ-

আল্লাহর দরবারে অতি বিনয় ও বিন¤্রভাবে হাজির হতে হবে। অত্যন্ত কাতরভাবে আকুতি জানাতে হবে। সুতরাং মসজীদের কতগুলো আদব মেনে চলতে হয়। যেমন:-
১.পাক-পবিত্র শরীর ও পোশাক নিয়ে মসজেিদ প্রবেশ করতে হবে।
২. পবিত্র মন ও বিনয়-বিন¤্রতার সাথে মসজীদে প্রবেশ করতে হয়।
৩. মসজীদে প্রবেশের সময় আল্লাুম্মাফ তাহলী আবওয়াবা রাহ্মাতিকা এই দোয়া পড়তে হয়।
৪.মসজীদে প্রবেশের সময় হুড়াহুড়ি,ধাক্কা ধাক্কি না করা । মসজীদে কোনো খালী জায়গা দেখে বসা। নিজে না গিয়ে অন্যকে সামনে যেতে বলা উচিত নয়। বেশি জায়গা জুড়ে বসবেনা। অন্যদের বসার জায়গা করে দেবো।
৫. লোকজনকে ডিঙ্গিয়ে সামনে না যাওয়া ।
৬. মসজীদে কোনো অপ্রয়োজনীয় কথা না বলা ।
৭. নীরবতা পালন করা। উচ্চস্বরে কথা না বলা ।
৮.কুরআন তেলওয়াত ও ধর্মীয় কথাবার্তা শুনা ।
৯. কোনো অবস্থাতেই হৈ চৈ , শোরগোল না করা।
১০.সালাতরত কোনো মুসুল্লির সামনে দিয়ে যাতায়াত না করা।
১১. মোবাইল খোলা রেখে বা অন্য কোনোভাবে মসজীদের র্শঙ্খলা ভঙ্গ না করা।
১২.মসজীদে বিনয় ও একাগ্রতার সাথে ইবাদত করা।
১৩. মসজীদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা এই দোয়া পড়ে বের হওয়া।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:৫৪পিএম/২৯/৫/২০১৯ইং)