• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০১:২৪ অপরাহ্ন

না’গঞ্জে বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০১৯, ৯:৩৫ PM / ৩৩
না’গঞ্জে বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জে নাশকতার মামলায় বিএনপির ৩৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালত অভিযোগপত্র (চার্জশীট) গ্রহণ করেছেন।

এ মামলায় অভিযুক্তদের মধ্যে পলাতক ৮ জনকে গ্রেফতার করে তাদের অস্থাবর সম্পদ ক্রোকের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে শুনানী শেষে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর এ আদেশ দেন।

কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৩ সালের ২৮ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের নিচে বিএনপিরসহ ১৮ দলের অবরোধ কর্মসূচি পালন কালে একটি ট্রাক (খুলনা-ট ৩৭৩) আটক করে তাতে আগুন ধরিয়ে দেয় এবং এর চালককে মারধর করে আহত করে নেতাকর্মীরা। এ ঘটনায় ট্রাকচালক মো. কাইওম (২৫) বাদী হয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিনের দুই ছেলে ফয়সাল (২৮) ও সাদরিল (২৫)সহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

তিনি বলেন, এ মামলা তদন্ত করে ২০১৫ সালের ৯ এপ্রিল পুলিশ ৩৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। এরমধ্যে ফয়সাল ও সাদরিলসহ ৩১ জন এ মামলায় জামিনে রয়েছে এবং ৮ জন পলাতক আছে।

পলাতকরা হলেন সোহেল, রিপন, মোস্তফা, সম্রাট, ইব্রাহীম, নয়ন মিয়া, রুস্তম আলী ও রাজিব। তাদের গ্রেফতার করে তাদের অস্থাবর সম্পদ ক্রোকের জন্য আদালত নির্দেশ দিয়েছেন।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৩৬পিএম/১৫/৪/২০১৯ইং)