• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০১:২৪ অপরাহ্ন

না’গঞ্জে নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০১৮, ৭:৫৫ PM / ৪০
না’গঞ্জে নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ :পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস সার্ভিসেস ইউনিটের উদ্যোগে ৪দিনের নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা রোববার (৯ ডিসেম্বর) না.গঞ্জ সদর উপজেলা মিলনায়তনে উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক মোঃ বসির উদ্দিন। প্রশিক্ষণের কো-অর্ডিনেটর হিসাবে উপন্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার সহকারি পরিচালক ও ডিস্ট্রিক কনসালটেন্টে ডা. জাহাঙ্গীর আলম প্রধান।
কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁ মেডিকেল অফিসার মোঃ অব্দুর রব, সদর উপজেলার মেডিকেল অফিসার ডা. সেলিমা বেগম, আড়্ইা হাজার উপজেলার মেডিকেল অফিসার রিফাত নুসরাত ও আড়াই হাজার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার বেগম।

প্রশিক্ষণ কর্মশালায় সদর, বন্দর ও রূপগঞ্জ উপজেলার ৫জন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও ১৫জন পরিবার কল্যাণ সহকারিগণ অংশগ্রহন করেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৭:৫৪পিএম/৯/১২/২০১৮ইং)