• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় জোড়া বিস্ফোরণ : নিহত ৩১, আহত ৪০


প্রকাশের সময় : জুন ১৮, ২০১৮, ১০:৫৫ AM / ৫২
নাইজেরিয়ায় জোড়া বিস্ফোরণ : নিহত ৩১, আহত ৪০

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : নাইজেরিয়ায় দু’টি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। যদিও কর্মকর্তারা ২০ জন নিহতের কথা বলছেন। তবে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ৩১ জন নিহতের কথা বলছে।

শনিবার সন্ধ্যায় দেশটির বর্নো রাজ্যের দাম্বো শহরে এ হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। দেশটির সেনাপ্রধান যখন উদ্বাস্তুদের তাদের বাড়ি-ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানালেন, তখন এ ধরনের হামলার ঘটনা ঘটল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বাইরে থেকে রকেট হামলার পর ওই বিস্ফোরণ ঘটানো হয়।

এ হামলার জন্য দেশটির বিদ্রোহী গ্রুপ বোকো হারামকে সন্দেহ করা হচ্ছে। যদিও দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল টুকুর বুরাতাই বলেছেন, তারা (বোকো হারাম) আর কোনো হুমকি নয়।

শনিবার ওই হামলার আগেই বুরাতাই উত্তর বর্নোর অধিবাসীদের তাদের বাড়ি-ঘরে ফিরে আসার আহ্বান জানান। নাইজেরিয়ার সাহসী সেনারা বোকো হারামের নিয়ন্ত্রণ থেকে ওই অঞ্চল মুক্ত করেছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, বোকো হারামকে দমন করতে উত্তর বর্নো ও লেক চাদ অঞ্চলে চার মাসব্যাপী সেনা অভিযান শুরু হয় গত ১ মে।

জাতিসংঘের হিসাব মতে, বোকো হারামের আবির্ভাবের পর গত ৯ বছরে দেশটির প্রায় পৌনে দুই কোটি লোক তাদের বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছে।

উল্লেখ্য, তথাকথিত ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার দাবিতে নাইজেরিয়া সরকার ও নিরাপত্তা বাহনিীর বিরুদ্ধে লড়াই করছে বোকো হারাম। এ জন্য মাঝে-মধ্যেই তারা নিরাপত্তা বাহিনী, বেসামরিক লোক কিংবা বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে বোকো হারামের যোদ্ধারা।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৫৫এএম/১৮/৬/২০১৮ইং)