• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:১১ অপরাহ্ন

নন্দীগ্রামে কৃষক-কৃষাণীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ


প্রকাশের সময় : জুন ৭, ২০২৩, ১১:১৩ PM / ২০৭
নন্দীগ্রামে কৃষক-কৃষাণীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ

 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩০জন কৃষক ও কৃষাণীদের প্রশিক্ষণের আওতায় এনেছে কৃষি বিভাগ। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল বুধবার উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের উপ-পরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ। সকাল ১০টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত প্রশিক্ষণ করেন ১৮জন কৃষক ও ১২জন কৃষাণী।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আদনান বাবুর সভাপতিত্বে উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ অফিসার আহসান শহীদ সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্টাচার্য্য, অতিরিক্ত কৃষি অফিসার তামান্না সুলতানা।
এদিন কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলার বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়।