• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন

নন্দিত ইংরেজ সাহিত্যিক জর্জ অরওয়েলের প্রয়াণ


প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০১৭, ৫:৫৬ PM / ৪৩
নন্দিত ইংরেজ সাহিত্যিক জর্জ অরওয়েলের প্রয়াণ

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ২১ জানুয়ারি, ২০১৭, শনিবার। ৮ মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
• ১৯৬০ – বেগবর্ধক শক্তি আর ওজনশূন্যতায় সৃষ্ট প্রভাব পরীক্ষা করতে প্রথমবারের মতো তিন বছর বয়সী একটি বানর মহাকাশে পাঠানো হয়।
• ২০০২- মার্কিন ডলারের তুলনায় সর্বকালের সর্বনিম্ন বিনিময় মূল্য পায় কানাডিয়ান ডলার।(১ কানাডিয়ান ডলার = ০.৬১৭৯ মার্কিন ডলার)
• ২০০৩- মেক্সিকোর কোলিমা রাজ্যে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২৯ জন নিহত এবং আনুমানিক ১০ ‍হাজার লোক গৃহহারা হয়।

ব্যক্তি
• ১৯৫৬ – মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং প্রাক্তন ফ্যাশন মডেল জিনা ডেভিসের জন্ম।
• ১৯৪৫ – ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক রাসবিহারী বসুর মৃত্যু।
• ১৯৫০ – কালোত্তীর্ণ ইংরেজ সাহিত্যিক জর্জ অরওয়েলের মৃত্যু। ১৯০৩ সালের ২৫ জুন জন্ম নেওয়া অরওয়েলের আসল নাম এরিক আর্থার ব্লেয়ার। অবিভক্ত ভারতের বাংলা প্রদেশের মতিহারিতে জন্ম হয়েছিল তাঁর। বিশ্ব সাহিত্য অঙ্গনে তিনি জর্জ অরওয়েল ছদ্মনামে সমধিক পরিচিতি লাভ করেন। তার দু’টি উপন্যাস – এনিমেল ফার্ম ও নাইন্টিন এইটি-ফোর (১৯৮৪) বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের তালিকায় স্থান পেয়েছে। তিনি আজীবন স্বৈরাচার ও একদলীয় মতবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মাত্র ৪৬ বছর বয়সে যক্ষ্মারোগে মৃত্যু হয় অরওয়েলের।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৫:৫৫পিএম/২১/১/২০১৭ইং)