• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন

দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে দুই শিক্ষার্থী নিহতের মামলা


প্রকাশের সময় : অগাস্ট ২, ২০১৮, ১১:৫৫ AM / ৮৯
দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে দুই শিক্ষার্থী নিহতের মামলা

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : রাজধানীতে ‘জাবালে নূর’ পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহতের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ ২ আগস্ট(বৃহস্পতিবার) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আনিসুল হক বলেন, ‘মার্ডার কেস, রেপ কেস বা অন্য যেকোনো মামলাকে যদি আমরা গুরুত্বপূর্ণ মনে করি তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে সেটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের মামলাটিও দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে। যারা এ অন্যায় করেছে তাদের শাস্তি পাওয়া উচিত, যাতে এরকম অন্যায় আর না হয়।’

বেপরোয়া গাড়ি চালকদের একটি বার্তা দেওয়াও প্রয়োজন বলে মনে করেন আইনমন্ত্রী। তবে চলমান ছাত্র আন্দোলনের সাথে দ্রুত বিচারের উদ্যোগ নেওয়ার কোনো সম্পর্ক নেই বলে তিনি উল্লেখ করেন।

সড়ক পরিবহন শ্রমিকদের শাস্তি হলে যদি তারা সংঘবদ্ধভাবে রাস্তায় নেমে চাপ তৈরি করে? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। অন্যায় করলে কোনো আন্দোলনই বিচার থামাতে পারবে না।’

২৯ জুলাই দুপুরে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয় ‘জাবালে নূর’ পরিবহনের একটি বাস। এতে শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়।

এ ঘটনার পর থেকে ৯ দফা দাবিতে বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:৫২এএম/২/৮/২০১৮ইং)