• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

দেশে ফিরেছেন ১৫ হাজার ৪১৯ জন হাজি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০১৭, ১:১৭ PM / ৩৫
দেশে ফিরেছেন ১৫ হাজার ৪১৯ জন হাজি

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে পৌঁছেছেন ১৫ হাজার ৪১৯ জন। এদের মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সে এসেছেন ৭ হাজার ৩৮৯ জন। আর বাকি ৮ হাজার ৩০ জন এসেছেন সৌদি এয়ারলাইন্সে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ রোববার এ তথ্য জানিয়েছেন।

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে সৌদি আরব গেছেন মোট ১ লাখ ২৭ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ডেলিগেট ১২৬০ জন।

এদিকে হজ এজেন্সিগুলোর নানা অনিয়ম-দুর্নীতি আর হজ অফিসের চরম অব্যবস্থাপনায় নিবন্ধন থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত মোট ৩৯৭ জন হজযাত্রী হজে যেতে পারেননি। এদের মধ্যে হজ এজেন্সির প্রতারণার শিকার হয়ে ভিসা হওয়ার পরও বিমানের টিকেট না পেয়ে ১২২ জন হজযাত্রী হজে যেতে পারেননি।

গত ২৭ আগস্ট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে শেষ হজ ফ্লাইটটি। এ বছর শুরুতে হজ ফ্লাইট নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়। এ জটিলতার জন্য দায়ী ছিল ১৮টি হজ এজেন্সি। এ ১৮ হজ এজেন্সির বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ধর্ম মন্ত্রণালয়। এ ছাড়াও এদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:১৭পিএম/১০/৯/২০১৭ইং)