• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

দুর্দান্ত হ্যাটট্রিক তাসকিনের


প্রকাশের সময় : মার্চ ২৮, ২০১৭, ৭:৫৩ PM / ৩৬
দুর্দান্ত হ্যাটট্রিক তাসকিনের

ঢাকারনিউজ২৪.কম:

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টাইগার পেসার তাসকিন আহমেদ দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন। শেষ ওভারে পর পর তিন বলে তিনি স্বাগতিক দলের তিন ব্যাটসম্যানে সাজঘরে ফিরিয়েছেন। বাংলাদেশ পঞ্চম বোলার হিসেবে ওডিআইতে হ্যাটট্রিকের দেখা পেলেন তাসকিন।

সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম ব্যাটিং করে স্বাগতিকদের সংগ্রহ ৩১১। নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ারে একবল আগেই লঙ্কানদের অলআউট করে টাইগাররা। হ্যাটট্রিকসহ তাসকিন একাই নিয়েছেন ৪ উইকেট। ইনিংসের শেষ ওভারে এসে তৃতীয়, চতুর্থ ও ৫ম বলে পর পর আসেলে গুনারত্নে, সুরাঙ্গা লাকমাল এবং নুয়ন প্রদীপকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন তাসকিন।

এক ম্যাচ হাতে রেখে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের স্বাদ পেতে বাংলাদেশে করতে হবে ৩১২ রান।

বিদেশের মাটিতে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল ২০০৯ সালে। জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিক দলের বিরুদ্ধে সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এরপর দেশে একাধিক সিরিজ জিতলেও বিদেশে মাটিতে সাত বছর ধরে সিরিজ জয় অধরা হয়ে আছে।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৭.৫৩ পিএম/২৮//২০১৭ইং)