• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ১১:২০ অপরাহ্ন

দাঁত ঝকঝকে রাখতে


প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০১৭, ৮:২৪ AM / ৮২
দাঁত ঝকঝকে রাখতে

ঢাকারনিউজ২৪.কম:

আমাদের মুখের সৌন্দর্যের একটা বড় অংশ  দাঁত। কিন্তু এই দাঁতের জন্যেই অনেকে প্রাণ খুলে হাসতে পারেন না।
দাঁত ঝকঝকে আর সুস্থ রাখতে বিশিষ্ট দাঁতের ডাক্তার অধ্যাপক ডঃ অরুপ রতন চৌধুরীর পরামর্শ হচ্ছে:

•    প্রতিদিন নিয়মিত দু’বার ব্রাশ করতে হবে
•    পান, সিগারেটের অভ্যাস থাকলে কিন্তু দাঁত ঝকঝকে সাদা হবে না
•    চা, কোমল পানীয় পানেও সতর্ক থাকেতে হবে। কেননা, এসবেও দাঁতে দাগ হওয়ার আশঙ্কা থাকে
•    ৮ সপ্তাহ পরপর টুথব্রাশ বদলে নিন
•    অনেক দিন ধরে এক ব্রাশ ব্যবহারে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে
•    দাঁত সাদা করতে সপ্তাহে একবার পেস্টের সঙ্গে সামান্য বেকিং পাউডার ব্যবহার করতে পারেন
•    টুথপেস্টের সঙ্গে লবণ ব্যবহার করুন দাঁতের দাগ হালকা হবে
•    ভালো ব্র্যান্ডের মাউথ ওয়াশ দিয়ে কুলকুচি করতে হবে
•    সপ্তাহে একবার গরম পানিতে ব্রাশ ধুয়ে নিন
•    ব্রাশ কখনোই ঢাকনা যুক্ত স্ট্যান্ডে রাখা ঠিক নয়, এতে করে ব্রাশে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে

•    নিয়মিত গ্রিন টি, দুধ, দই, পনির, ডিম, মাছ, মাংস, বিশেষ করে মাংসের হাড়, আপেল, স্ট্রবেরি, লেবু, পেঁয়াজ, শশা, আমাদের খাদ্য তালিকায় থাকলে দাঁত সুস্থ্ ও মজবুত হবে। সেই সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।

বছরে অন্তত দু’বার দাঁতের ডাক্তারের কাছে গিয়ে চেকআপ করিয়ে নিন।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৮.২২এএম/১৭//২০১৭ইং)