• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

দক্ষিণ মুগদায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় স্বামীর স্বীকারোক্তি


প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০১৯, ১০:৫১ AM / ২৭
দক্ষিণ মুগদায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় স্বামীর স্বীকারোক্তি

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : রাজধানীর দক্ষিণ মুগদার ব্যাংক কলোনি এলাকার একটি বাসায় হাসি বেগম (২৭) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগের মামলায় স্বামী কোমল হোসেন আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার মামলাটির তদন্ত কর্মকর্তা মুগদা থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান আসামিকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৭ এপ্রিল স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কোমল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, রাজধনীর দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি এলাকায় স্বামী কোমল হোসেন স্ত্রী হাসিকে নিয়ে ভাড়া থাকতেন। তাদের দু’জনেরই বাড়ি দিনাজপুরে। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিভিন্ন সময় তাদের মধ্যে ঝগড়া লাগত। গত বুধবার ভোর ৫টা থেকে ৮টার মধ্যে কোনো একসময় স্বামী কোমল পারিবারিক কলহের জের ধরে স্ত্রী হাসিকে শ্বাসরোধে হত্যা করে। পরে আলামত নষ্ট করতে স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে দেয়। এতে হাসির শরীরের ৫০ শতাংশের মতো পুড়ে গেছে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৫২এএম/১৯/৪/২০১৯ইং)