• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরেই তৈরি করুন উপটান


প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০১৭, ৯:২৬ PM / ৪০
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরেই তৈরি করুন উপটান

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে উপটানের জুড়ি নেই। বাজারের নানা ব্র্যান্ডের উপটান কিনতে পাওয়া যায়। কিন্তু বাজারের উপটান অনেকের ত্বকে র‍্যাশ সৃষ্টি করে, আবার অনেকের ত্বক উল্টো কালচে করে তোলে। তাই ঘরেই তৈরি করে নিতে পারেন উপটান। এতে কোনো রাসায়নিক উপাদান না থাকায় সব ধরনের ত্বকের সাথে এটি মানিয়ে যায়। পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো সম্ভাবনা নেই বলে যে কেউ এটি ব্যবহার করতে পারেন।

যা যা লাগবে:

১ চা চামচ বেসন

১ চা চামচ চন্দনের গুঁড়ো

১/২ চা চামচ মসুর ডাল

১ চা চামচ লেবুর রস

১/৪ চা চামচ হলুদের গুঁড়ো

দুধ বা গোলাপ জল

যেভাবে তৈরি করবেন

১। একটি পাত্রে বেসন, চন্দনের গুঁড়ো, মসুর ডাল, হলুদের গুঁড়ো, লেবুর রস মিশিয়ে নিন।

২। এরসাথে দুধ বা গোলাপ জল মেশান। খুব বেশি পরিমাণ দুধ বা গোলাপ জল মেশাবেন না, এতে উপটান পাতলা হয়ে যাবে।

৩। এই মিশ্রণটি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন।

৪। ১০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কার্যকারিতা:

এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। বেসন এবং হলুদ ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। বিয়ের আগে এটি ব্যবহার করলে ত্বকে আলাদা একটি উজ্জ্বলতা এনে দিবে। মসুর ডাল ত্বক এক্সফলিয়েট করে ত্বক থেকে মৃত কোষ দূর করে দেয়, যা ত্বক ভিতর থেকে উজ্জ্বল করে। সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন এই উপটান। সূত্র : টিপসএন্ডবিউটি
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:২৩পিএম/৯/১/২০১৭ইং)