• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

তৃতীয়বারের মতো ‘টুর্নামেন্ট সেরা’ সাকিব


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০১৯, ১০:৫৯ AM / ৪৮
তৃতীয়বারের মতো ‘টুর্নামেন্ট সেরা’ সাকিব

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : শিরোপার স্বাদ নিতে পারেননি সাকিব আল হাসান। বন্ধু তামিম ইকবালের দানবীয় ব্যাটিংয়ের কাছে হার মানতে হয় তার দল ঢাকা ডায়নামাইটসকে। ফলে বিপিএলের ষষ্ঠ আসরের রানার্স আপ হিসেবে সন্তুষ্ট থাকতে হল সাকিবকে।

তবে ব্যক্তিগত সাফল্যে নিজের শ্রেষ্ঠত্বের সাক্ষর ঠিকই রাখলেন বিশ্বের অন্যতম সেরা এই অল রাউন্ডার। আসরে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্ট সেরা হয়েছেন ঢাকার অধিনায়ক। এই আসরে ব্যাট হাতে ৩০১ রান করেছেন সাকিব। আর বল হাতে নিয়েছেন ২৩ উইকেট।

২৩ উইকেট নিয়ে বিপিএলের ইতিহাসের এক আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে নাম লিখিয়েছেন সাকিব। ২২ উইকটে নিয়ে আগের রেকর্ডও ছিল তার দখলে।

বিপিএলের টুর্নামেন্ট সেরা হওয়াটা সাকিবের জন্য অবশ্য নতুন কিছু না। ২০১২ সালের উদ্বোধনী আসরেই টুর্নামেন্ট সেরা হয়েছিলেন তিনি। পরের আসরেও হয়েছিলেন। আর এবার তৃতীয়বারের মতো টুর্নামেন্ট সেরা হলে সাকিব।

বিপিএলের টুর্নামেন্ট সেররা :

আসর টুর্নামেনট সেরা পারফরম্যান্স
২০১২ সাকিব আল হাসান ২৮০ রান ও ১৫ উইকেট
২০১৩ সাকিব আল হাসান ৩২৯ রান ও ১৫ উইকেট
২০১৫ আসার জাইদি ২১৫ রান ও ১৭ উইকেট
২০১৬ মাহমুদউল্লাহ রিয়াদ ৩৯৬ রান ও ১০ উইকেট
২০১৭ ক্রিস গেইল ২ সেঞ্চুরি ও ২ হাফসেঞ্চুরিতে ৪৮৫ রান
২০১৯ সাকিব আল হাসান ৩০১ রান ও ২৩ উইকেট

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:০০এএম/৯/২/২০১৯ইং)