• ঢাকা
  • বুধবার, ০১ মে ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

তবে কি বোর্ডিং স্কুলেই যাচ্ছে আরাধ্য?


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০১৮, ১:৫৬ AM / ৩৭
তবে কি বোর্ডিং স্কুলেই যাচ্ছে আরাধ্য?

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : তারকা সন্তানদের নিয়ে সাধারণ ভক্তদের কৌতূহল একটু যেন বেশিই। আর তাই তারা যেখানেই যান, সেখানেই তাদেরকে ঘিরে ধরে সাংবাদিকদের ক্যামেরা। এই বিড়ম্বনা থেকে দূরে নেই অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্য বচ্চনও। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন এই কারণে তাদের একমাত্র কন্যাকে নাকি বোর্ডিং স্কুলে পাঠাতে চলেছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের। সম্প্রতি প্রসঙ্গটির সত্যতা জানালেন আরাধ্যর বাবা অভিষেক।

অনেক বলিউড তারকা তাদের ছেলেমেয়েদের দেশ থেকে দূরে বিদেশের মাটিতে পড়তে পাঠাচ্ছেন। ঠিক যেভাবে শাহরুখ খান তার দুই ছেলেমেয়ে আরিয়ান ও সুহানা দুজনকেই বাইরে পড়তে পাঠিয়েছেন। কাজলের মেয়ে নাইসাও এই মুহূর্তে সিঙ্গাপুরে পড়াশোনা করছেন। এ রকম অনেকেই রয়েছেন, যারা তাদের ছেলেমেয়েকে আবাসিক স্কুলে পড়তে পাঠিয়েছেন। আর এবার মনে করা হচ্ছে, সেই একই সিদ্ধান্ত নিতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। কিন্তু ব্যাপারটিকে নেহায়েত গুজব বলে উড়িয়ে দিলেন ‘ধুম’ অভিনেতা।

কিছুদিন আগেই অভিষেক তার ছোট বয়সের কথা স্মরণ করছিলেন। অভিষেক জানান, তিনি সুইজারল্যান্ডে আবাসিক স্কুলে পড়ার সময় বাবাকে চিঠি লিখতেন। যদিও অভিষেকের কথায়, বর্তমানে প্রযুক্তির উন্নতিতে আরাধ্য হয়তো তাকে আর চিঠি লিখবে না, তবে বাবা-মেয়ের সম্পর্কটা ঠিক আগের মতোই থাকবে। আর এর পরেই আরাধ্যাকে আবাসিক স্কুলে পাঠানো হচ্ছে কি না সে প্রশ্ন উঠে আসে। উত্তরে অভিষেক বলেন, ‘আরাধ্য এখন অনেক ছোট। তার বয়স মাত্র ছয় বছর। এখনো এ বিষয়ে বাড়িতে আলোচনা হয়নি।’

এদিকে কিছুদিন আগেই ঐশ্বরিয়া আরাধ্যকে নিয়ে প্যারিসে ঘুরতে যান। সেই বেড়ানোর ছবি দেখে টুইটারে এক ব্যক্তি ঐশ্বরিয়াকে আক্রমণ করে প্রশ্ন করেন, ‘আপনার সন্তান কি স্কুলে যায় না? আমি জানি না কোন স্কুল বাচ্চাকে মায়ের সঙ্গে এত ঘুরে বেড়ানোর অনুমতি দেয়। আপনারা পড়াশোনা ছাড়া শুধুই সুন্দরের পেছনে ছোটেন। আপনার বাচ্চাকে স্বাভাবিক শৈশব না দিয়ে সারাক্ষণ মায়ের সঙ্গে হাত ধরে ঘুরে বেড়াতে দিচ্ছেন।’ এ প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, ‘আপনাকে একটা কথা জানিয়ে রাখি, প্রতি সপ্তাহে প্রায় সব স্কুলেই ছুটি থাকে। ও সাধারণত ছুটিতেই বেড়াতে যায়।’

এ ছাড়া এ নিয়ে নিজের বক্তব্য আগেই জানিয়ে দিয়েছেন ঐশ্বরিয়া। তিনি জানিয়েছেন, তিনি আরাধ্যকে বচ্চন পরিবারের জাঁকজমকের মধ্যে দিয়ে নয়, আর পাঁচটা মেয়ের মতো বড় করতে চান, তাকে সবসময়ই রাখতে চান চোখের সামনে। এই মুহূর্তে আরাধ্য ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছে। যে স্কুলে শাহরুখ, হৃতিকসহ বলিউডের বেশির ভাগ তারকার সন্তানরাই পড়াশোনা করেন। সূত্র : টাইমস নাও নিউজ

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১:৫০এএম/৬/৯/২০১৮ইং)