• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

ঢাকায় মুক্তি পেল প্রিডেটরের নতুন ছবি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০১৮, ২:০০ PM / ৭৪
ঢাকায় মুক্তি পেল প্রিডেটরের নতুন ছবি

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : হলিউডের ‘প্রিডেটর’ সিরিজের নতুন ছবি ‘দ্য প্রিডেটর’। সায়েন্স ফিকশন হরর অ্যাকশনধর্মী এ ছবিটির চতুর্থ সিক্যুয়েল এটি। ১৪ সেপ্টেম্বর বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ছবিটি। একই দিনে ছবিটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। বিষয়টি প্রিয়.কমকে নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

‘দ্য প্রিডেটর’ ছবিটি নির্মাণ করেছেন শেইন ব্ল্যাক। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বয়েড হলব্রুক, ট্রেভান্ট রোডস, জ্যাকব ট্রেম্বলে, অলিভিয়া মান, থমাস জেইন, আলফি অ্যালেন,ও স্টার্লিংকে ব্রাউনসহ অনেকে।

৬ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়। এরপর থেকে নতুনভাবে আলোচনা শুরু হয় এ ছবি নিয়ে। প্রিমিয়ারের অনেক দর্শকই ছবিটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। কার্পণ্য করেননি অনেক সমালোচকরাও। রটেন টমেটোস, দ্য হলিউড রিপোর্টাস, ভ্যরাইটি’র বিচারেও ইতিবাচক ফলাফল দেখা যায়। তাই ছবিটি নিয়ে আশাবাদী নির্মাতাও।

১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল প্রথম ‘প্রিডেটর’। তখন এ ছবির প্রধান অভিনেতা ছিলেন হলিউডের ডাকসাইট তারকা আর্নল্ড শোয়ার্জনেগার। এক সৈন্যদলের প্রধান হিসেবে অভিনয় করেছিলেন তিনি। যারা এক অচেনা পরিবেশে নৃশংস এলিয়েনদের মুখোমুখি হন। ছবিতে অ্যাকশন দিয়ে দর্শকদের মাতিয়েছিলেন শোয়ার্জনেগার।

বলা চলে শোয়ার্জনেগারের কারণেই ছবিটি বক্স অফিসে বাজিমাত করেছিল। তার অভিনীত এ যাবৎকালের সেরা দশটি ছবির মধ্যে একটি ধরা হয় ‘প্রিডেটর’- কে। এ পর্যন্ত তিনটি ছবি মুক্তি পেয়েছে ‘প্রিডেটর’ সিরিজের। ১৯৯০ সালে দ্বিতীয় ছবি ‘প্রিডেটর ২’, ও সবশেষ ২০১০ সালে মুক্তি পায় তৃতীয় ছবি ‘প্রিডেটরস’। আট বছর পর এবার দর্শকদের সামনে এসেছে নতুন ছবি ‘দ্য প্রিডেটর’।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/২:০০পিএম/১৫/৯/২০১৮ইং)