• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

ঢাকার দক্ষিণ সিটি কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ


প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২০, ৮:৫০ PM / ৩২
ঢাকার দক্ষিণ সিটি কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

কাজী তাইফুরুল করিম, ঢাকা : রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের নবাবগঞ্জ বাজার সংলগ্ন একমাত্র গণসৌচাগারের সামনের অংশটি দীর্ঘদিন যাবত স্থানীয়দের জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে জায়গাটি সিটি করপোরেশনের ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নির্দিষ্ট সময় পর ময়লা তুলে নেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ময়লা সরানোর কোনো তৎপরতা দেখা যায়নি সিটি করপোশেন কতৃপক্ষের মাঝে। ফলে দীর্ঘদিন ধরে ময়লা পড়ে থাকার দরুণ পরিবেশ দূষিত হচ্ছে এবং এখান থেকে জন্ম নিচ্ছে ডেঙ্গু মশার লারভা। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে আশপাশের মানুষজন।

দেখা গেছে, ময়লার এই স্তূপটির ঠিক পেছনেই রয়েছে মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র। যেখানে প্রতিদিন অসংখ্য রোগি চিকিৎসা নিচ্ছেন। ময়লার দুর্গন্ধ সেখানকার রোগিদের জন্যও বেশ সমস্যঅর সৃষ্টি করে চলেছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে- দীর্ঘদিন যাবত এই দুর্ভোগ থেকে সাধারন মানুষকে মুক্ত করার জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না সিটি করপোরেশন।

তারা বলেন- ‘আমরা আশা করি, খুব দ্রুতই তারা ময়লার ভাগাড়টি পরিষ্কার করার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন।’

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৮:৫০পিএম/৬/১/২০২০ইং)