• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

ডোপিং প্রমাণ হলেই জেল!


প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০১৭, ৮:৪৮ AM / ৪৫
ডোপিং প্রমাণ হলেই জেল!

ঢাকারনিউজ২৪.কম:

ক্রীড়াজগতে এক অভিশাপের নাম ‘ডোপিং’। মাঠে অন্যের চেয়ে ভালো পারফর্মেন্স দেখানোর জন্য অনেক খেলোয়াড়ই নিষিদ্ধ ড্রাগ গ্রহণ করে থাকেন। ডোপ টেস্টে ধরাও পড়েন। সাজাও হয় সাময়িক নিষেধাজ্ঞা থেকে শুরু করে আজীবন নিষেধাজ্ঞা পর্যন্ত। তবুও কি থেমে আছে নিষিদ্ধ মাদক গ্রহণ? এবার এই অভিশাপ থেকে ক্রীড়াজগতকে মুক্ত করতে কঠোর পদক্ষেপের কথা চিন্তা করছে পার্শ্ববর্তী দেশ ভারত।

ডোপিংয়ে অভিযুক্ত খেলোয়াড়দের কারাদন্ডের বিধান রেখে আইন পাস করার চিন্তাভাবনা করছেন ভারতের ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। বেশ কিছু বছর আগেই ডোপিংয়ে অভিযুক্ত ১১৭ জন খেলোয়াড়দের নির্বাসিত করেছিল দেশের বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠান। তবুও থেমে নেই ডোপ কেলেঙ্কারি। তাই এবার অভিযুক্ত খেলোয়াড়দের হাজতবাস করানোর কথা ভাবছে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়।

ক্রীড়াজগতে ডোপিংয়ের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।  আশঙ্কা প্রকাশ করে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জুনিয়র লেভেলে যেভাবে ডোপ গ্রহণ বাড়ছে তা সত্যিই উদ্বেগজনক। ‘

ভারতের ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল এক সেমিনারে এপ্রসঙ্গে বলেছেন, ‘আমরা ডোপিং নিয়ে নতুন আইন করার কথা ভাবছি। যেখানে খেলোয়াড়রা নিষিদ্ধ মাদক গ্রহণ করলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অভিযুক্তের জেলও হতে পারে। তবে শুধু অভিযুক্ত খেলোযাড়ই নয়, কোনো প্রশিক্ষকও যদি এর সঙ্গে জড়িত থাকে তাকেও জেলে যেতে হবে। ‘

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০৮.৪৮এএম/২৮//২০১৭ইং)