• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

ডিএসই’র লেনদেনে ১২শ’ কোটি টাকা অতিক্রম


প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০১৭, ৭:৩২ PM / ৩৬
ডিএসই’র লেনদেনে ১২শ’ কোটি টাকা অতিক্রম

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বছরের প্রথম সপ্তাহে (১-৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের গড় লেনদেন ১২’শত কোটি টাকা অতিক্রম করেছে। এ সময় লেনদেনের ইতিবাচক প্রবণতার পাশাপাশি সার্বিক মূল্য সূচক ও কোম্পানির শেয়ার দর ৭৬.৫২ শতাংশ বেড়েছে। ডিএসই-র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইতে ৩৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫১টির, কমেছে ৬০টির ও অপরিবর্তিত রয়েছে ১৭টির। এ সময় ডিএসইতে ২০৫ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৯টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়।

ডিএসইতে গত ৫ কার্যদিবসে ৬ হাজার ২৮৭ কোটি ৫৫ লাখ ৭২ হাজার ৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহের ৫ কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ হাজার ৩০১ কোটি ২ লাখ ৫৫ হাজার ৩২ টাকা। সে হিসেবে সার্বিক লেনদেন বেড়েছে ৪৬.১৯ শতাংশ।

এদিকে, গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ১ হাজার ২৫৭ কোটি ৫১ লাখ টাকা। যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৭৫ কোটি ২৫ লাখ টাকা।। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় ডিএসইর দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৬.৯৫ শতাংশ।

মোট লেনদেনের ৯২.৩৪ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, ৩.৩২ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ২.৫৮ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ১.৭৬ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে লেনদেন হয়েছে।

এদিকে, গত সপ্তাহে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪৬.২০ পয়েন্ট বা ২.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১৮২.২৫ পয়েন্টে। এদিকে, গত সপ্তাহে ডিএসই`র শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর মূল্য সূচক ডিএসইএস ৩০.৩৩ পয়েন্ট বেড়ে ১২২২.২০ পয়েন্টে স্থিতি পায়। পাশাপাশি ডিএস-৩০ সূচক ৫৩.৩৩ পয়েন্ট বেড়ে ১৮৬৪.২৪ পয়েন্টে স্থিতি পায়।

সপ্তাহের শুরুতে ডিএসই’র বাজার মূলধন ছিল ৩ লাখ ৪১ হাজার ২৪৪ কোটি টাকা। সপ্তাহের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৩৪৯ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২.৩৮ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে ছিল ডেসকো। বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানিটির ১৯৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। যা ডিএসইর সর্বমোট লেনদেনের ৩.১০ শতাংশ। টার্নওভারে দ্বিতীয় অবস্থানে ছিল বেক্সিমকো।সপ্তাহের ব্যবধানে এ কোম্পানিটির ১৮৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ১৭৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্য দিয়ে টার্নওভার তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস।

এছাড়াও টার্নওভার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইফাদ অটোর ১৪৬ কোটি ৩৮ লাখ টাকা, আরএসআরএম স্টিলের ১০৭ কোটি ৬৩ লাখ টাকা, পেনিনসুলা চিটাগংয়ের ৯৬ কোটি ২৪ লাখ টাকা, অ্যাপলো ইস্পাতের ৯২ কোটি ৩১ লাখ টাকা, কনফিডেন্স সিমেন্টের ৯০ কোটি ৫৪ লাখ টাকা, ফার কেমিক্যালের ৯০ কোটি ৫৩ লাখ টাকা ও আরগন ডেনিমসের ৮৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:২৮পিএম/৭/১/২০১৭ইং)