• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে গুজব-গণপিটুনি রোধে স্কুল-কলেজে পুলিশের বার্তা


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০১৯, ৭:১০ PM / ২৯
ঠাকুরগাঁওয়ে গুজব-গণপিটুনি রোধে স্কুল-কলেজে পুলিশের বার্তা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ছেলেধরা গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় অনেককে গণপিটুনিতে হত্যার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরী করার চেষ্টা চলছে বলে মনে করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ।

এরই লক্ষ্যে বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন স্কুল কলেজে গিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,গভর্নিং বডির সদস্য ও ছাত্রছাত্রীদের সাথে নিয়ে করেছেন মতবিনিময় সভা।

এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, সদর থানার ওসি অপারেশন গোলাম মুর্তুজা, এসআই ফিরোজা, সাংবাদিক জয় মহন্ত অলক সহ সদর থানার কর্মকর্তাবৃন্দ।

এসময় পুলিশের সদস্যরা বলেন, গুজবের সাথে তাল মিলিয়ে কোন মানুষকে হত্যা করার অধিকার কারো নেই। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। যদি কাউকে ছেলেধরা সন্দেহ হয় তাহলে তাৎক্ষণিক পুলিশকে সংবাদ দেয়ার অনুরোধ জানান তারা।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৭:১১পিএম/২৪/৭/২০১৯ইং)