• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন

টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ


প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০১৯, ১১:০৯ PM / ২৭
টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

 

শেখ রাজীব হাসান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবিদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক শিক্ষক প্রতিনিধি সুরুজ্জামান মাষ্টারের পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবিদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মো: ওসমান আলী, গাজীপুর জজ কোর্টোর স্পেশাল পিপি এড. মো: শাহজাহান, অভিভাবক ফোরামের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম বেপারী, আওয়ামীলীগ নেতা আব্দুল বাছেদ খান, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের প্রভাতী শাখার সহকারী প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, কলেজ ইনচার্জ আব্দুল আলীম, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক আবুবকর সিদ্দিক, চৌধুরী আশরাফ হোসেন, রতন কুমার ঘোষ, গোলজার হোসেন, মহসিন মিয়া, জান্নাতুল ফেরদৌস, রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শুক্কুর আলী, মোক্তার হোসেন সুহেল, তাজুল ইসলাম, মামুন খান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শ্রেনীর ছাত্র,ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, অভিবাবকগণসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এড. আজমত উল্লা খান বলেন, ছাত্র ছাত্রীরা তোমরা যারা ভালো রেজাল্ট আনতে সক্ষম হয়েছো আমি তাদের অভিনন্দন জানাই। আর তোমাদের যাদের রেজাল্ট খারাপ করেছো তারা আরো চেষ্টা করো। যারা ভালো রেজাল্ট পেয়েছো তারা ভেবোনা এটা সবচাইতে ভালো কারণ ভালোর চাইতেও ভালো আছে। তিনি অবিভাবকদের বলেন, আপনাদের যাদের ছেলে মেয়ে খারাপ রেজাল্ট করেছে তাদের সাথে রাগারাগি করবেন না সন্তানকে আরো মনযোগী করার চেষ্টা করুন। তিনি এসময় বার বার ছাত্র ছাত্রীদের মাদক থেকে দূরে থাকার জন্য সতর্ক করেন। আলোচনা শেষে প্রধান অতিথি এড. আজমত উল্লা খান কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা পুরষ্কার তুলে দেন

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:০৯পিএম/২৮/১২/২০১৯ইং)