• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

ঝিনাইদহে বোমা-জিহাদী বইসহ জামায়াতের ৫ নেতাকর্মী আটক


প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০১৮, ৬:৪২ PM / ৫১
ঝিনাইদহে বোমা-জিহাদী বইসহ জামায়াতের ৫ নেতাকর্মী আটক

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বোমা ও জিহাদী বইসহ মোক্তার হোসেন (৪৮) ও আরশেদ আলী (৫৫) নামের দুই ইউনিয়ন জামায়াতের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে কালীগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।এ সময় তাদের কাছ থেকে ৭টি বোমা ও ৫টি জিহাদী বই উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মোক্তার আলী রামচন্দ্রপুর গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে ও কোলা ইউনিয়ন জামায়াতের সভাপতি আর আরশেদ আলী বেলাট দৌলতপুর গ্রামের আফসার আলী ছেলে ও বারবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি।কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদুর রহমান জানান, কামালহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জামায়াত নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মোক্তার আলী ও আরশেদ আলীকে গ্রেপ্তার করা হয়। তারা দু’জনই ইউনিয়ন জামায়াতের সভাপতি।

অপরদিকে ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে বোমা ও জিহাদী বইসহ মহিলা জামায়াতের ৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার দিনগত গভীর রাতে উপজেলার সলেমানপুর ও দুধসর গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, দুধরসরা গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী লিলি বেগম (৩৫), একই গ্রামের গোলাম রসুলের স্ত্রী নাজমা বেগম (৬০) ও সলেমানপুর গ্রামের শহিদুলের স্ত্রী বিলকিস বেগম (৪৮)। সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।আটক লিলি বেগমের ছেলে হাসিবুল ইসলাম জানান, রোববার দিনগত গভীর রাতে তাদের বাড়িতে পুলিশ ব্যাপক তল্লাসী চালায়। পরে পুলিশ তার মাকে ওসির সাথে দেখা করার কথা বলে গাড়িতে করে থানায় নিয়ে যায়। একই কথা বলে অন্য দুইজনকেও থানায় নেয়া হয় বলে আটককৃতদের অভিযোগ। আটককৃতদের নামে থানায় কোন মামলা বা ওয়ারেন্ট ছিল না বলে পরিবারের সদস্যদের দাবি করেন।

(ঢাকারনিউজ২.কম/এসডিপি/৬:৪০পিএম/৪/১২/২০১৮ইং)