• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

ঝিনাইদহে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চলছে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২০, ১:৩১ PM / ৩২
ঝিনাইদহে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চলছে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

ঝিনাইদহ প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে চলছে স্টুডেন্ট্স কাউন্সিল নির্বাচন। রোববার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। শহরের খান এ খোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, লাইনে দাঁড়িয়ে ক্ষুদে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। শিশুদের মাঝে গণতন্ত্র চর্চার বিকাশে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। জেলার ৯’শ ৭টি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রত্যেক বিদ্যালয়ে পানিসম্পদ মন্ত্রী, আপ্যায়ন মন্ত্রী, পরিষ্কার পরিচ্ছন্ন মন্ত্রী, পাঠ্যপুস্তক মন্ত্রীসহ ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে কয়েকজন শিক্ষার্থী।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:৩১পিএম/২৩/২/২০২০ইং)