• ঢাকা
  • সোমবার, ১৩ মে ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮’ পেল সুফি ফারুকের প্রতিষ্ঠান গুরুকুল


প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০১৮, ২:১৬ PM / ৬৫
‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮’ পেল সুফি ফারুকের প্রতিষ্ঠান গুরুকুল

সাব্বির আহমেদ, প্রতিনিধি : আরও একবার তারুণ্যের আলোয় ঝলসে উঠেছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের’ মঞ্চ। সারাদেশের প্রায় আড়াই হাজার সংগঠনের মধ্য থেকে বাছাইকৃতদের নিয়ে শুরু হয়েছে এর তৃতীয় আসর।আজ রোববার সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে সেরা ৩০ সংগঠনকে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

উক্ত সেরা ৩০ এর মধ্যে এবার নির্বাচিত হয়েছেন প্রযুক্তিবিদ সুফি ফারুকের প্রতিষ্ঠান গুরুকুল।

গুরুকুলের পক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে অ্যাওয়ার্ড নেন গুরুকুলের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুম।
গুরুকুল এবছর অ্যাওয়ার্ড প্রাপ্ত হলেন দক্ষতা উন্নয়নে (স্কিল ডেভেলপমেন্ট)।

তরুণ প্রজন্মের হাত ধরে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই) ২০১৪ সালের নভেম্বরে তরুণদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলার প্রতিষ্ঠা। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়ায় হচ্ছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। এরই ধারাবাহিকতায় এবার তৃতীয়বারের মতো দেওয়া হচ্ছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮’।

বর্ণাঢ্য এ আয়োজন উপলক্ষে গত শুক্রবার দুপুর থেকে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে পরিচিতিমূলক পর্বে অংশ নেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।

সারাদেশে গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা তরুণ-তরুণীদের মধ্যে যারা শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা, কর্মসংস্থান ইত্যাদি নিয়ে কাজ করছেন, তাদের স্বীকৃতি দিয়ে উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:১৫পিএম/২৯/১০/২০১৮ইং)