• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

জয়ার ‘বিসর্জন’ পেলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার


প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০১৭, ৮:৪৬ AM / ৬০
জয়ার ‘বিসর্জন’ পেলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার

ঢাকারনিউজ২৪.কম:

ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’। শুক্রবার (৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

সেরা বাংলা ছবি বিভাগে এ পুরস্কার জিতেছে ছবিটি। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এ ছবিতে জয়ার সহশিল্পী হিসেবে ছিলেন আবির চ্যাটার্জি।

এ বিষয়ে জয়া আহসান তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে একটি স্ট্যাটাসও দিয়েছেন। এতে তিনি লিখেন, “ভারতের জাতীয় পুরস্কার জিতে নিয়েছে ‘বিসর্জন’। সেরা বাংলা ছাবর বিভাগে এ পুরস্কার জিতেছে ছবিটি। আমরা খুশি। আমরা আনন্দিত। এ আনন্দ তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম।”

এক বিধবা বাংলাদেশি মেয়ের সঙ্গে এক ভারতীয় পুরুষের প্রেম নিয়ে সাজানো হয়েছে ‘বিসর্জন’-এর কাহিনী। সীমান্ত টেনে যে প্রেমকে ভাগ করা যায় না তা দেখানো হয়েছে বলে জানান নির্মাতা কৌশিক গাঙ্গুলি।

ছবিটির সংগীতায়োজন করেছেন দোহারের কালিকা প্রসাদ। অপেরা মুভিজের ব্যানারে নির্মিত ‘বিসর্জন’ আগামী পয়লা বৈশাখ মুক্তি পাবে বলেও জানা গেছে।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৮.৪৪ এএম/০৮//২০১৭ইং)