• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন

জয়পুরহাটে নৌকায় ভোট চাইলে প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০১৮, ৮:০১ PM / ৩৯
জয়পুরহাটে নৌকায় ভোট চাইলে প্রধানমন্ত্রী

এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি : জেলার ২টি আসনের আওয়ামী লীগের প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ধানমন্ডির সুধাসদন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ভিডিও কনফারেন্সের মাধ্যমেআবারও নৌকায় ভোট চাইলেন। তিনি এ এলাকার যুদ্ধ অপরাধী কুখ্যাত আব্দুল আলীমের কথা স্মরন করে দিয়ে বলেন, ভুল করেও আপনারা জামায়াত ও বিএনপিকে ভোট দিবেননা। দেশের ও আপনাদের এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর আরও একবার নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী। গত দুই মেয়াদে তার সরকারের ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের কথা তুলে ধরে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্য তিনি আরও বলেন, দেশ ব্যাপী ব্যাপক উন্নয়ন এখন দৃশ্যমান হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র খন্দকার হালিমুল আলম জনের সভাপতিত্বে এ ভিডিও কনফারেন্সে উপরোক্ত কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু, জয়পুরহাট-২(কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, জয়পুরহাট সদও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা, কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র খন্দকার হালিমুল আলম জন, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনফুজুর রহমান মিলন,আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমানসহ জেলার পাঁচ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের জনসভায় জেলার সকল নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি হাজার হাজার উৎসুক জনতা উপস্থিত ছিলেন। পর্দায় এক নজরে প্রধানমন্ত্রীকে দেখতে এক পর্যায়ে বিদ্যালয় মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৭:৪৮পিএম/২০/১২/২০১৮ইং)